• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় কিশোরের আত্মহত্যা 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৭, ২০২২, ১১:৩৩ এএম
প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় কিশোরের আত্মহত্যা 

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় তুষার আহম্মেদ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

রোববার (৬ মার্চ) বিকালে ফতুল্লার মাসদাইর বাজার এলাকায় হুমায়ন মিয়ার ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।

তুষার আহম্মেদ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার ৫ নম্বর ওয়ার্ডের ঘাগড়া গ্রামের একেএম সরোয়ার আলমের ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে ফতুল্লার মাসদাইর বাজার এলাকায় হুমায়ন মিয়ার ভাড়াটিয়া বাসায় বসবাস করে। এ বছর স্থানীয় শাহিন স্কুল থেকে তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

নিহতের পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, গ্রামের বাড়ি কিশোরগঞ্জে তুষারের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক হয়। এ সম্পর্ক মেনে নেওয়ার জন্য বাবা-মাকে জানায় তুষার। এতে তার বাবা-মা রাজি না হওয়ায় ৩-৪ দিন আগে তুষার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। তখন তার বাবা মা চিকিৎসা করে তাকে সুস্থ করে তুললেও প্রেমের সম্পর্ক মেনে নেয়নি। পরে দ্বিতীয় দফায় চেষ্টা চালিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ওসি রাকিবুজ্জামান বলেন, “লাশ আমরা শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পেয়েছি। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে প্যান্টের বেল্ট গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ জন্য বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।”

Link copied!